ভয়ভীতি প্রদর্শন ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগে রংপুর টিসিবির আঞ্চলিক কর্মকর্তা প্রতাব রায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী।
মঙ্গলবার রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এর বিচারক ফজলে এলাহীর আদালতে এই মামলা দায়ের করেন তিনি। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, দৈনিক করতোয়াসহ বিভিন্ন গণমাধ্যমে টিসিবির পঁচা পিয়াজ বিক্রির প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর ওই কর্মকর্তা বিভিন্ন সময় দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি বাপ্পীকে ভয়ভীতি প্রদর্শন, গালাগাল, খুন ও জখম করার হুমকি-ধামকি দিয়ে আসছেন।
এর প্রতিকার চেয়ে মঙ্গলবার এই মামলা দায়ের করেন তিনি। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৫ মে’র মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী সাজ্জাদ হোসেন বাপ্পী।
বিডি প্রতিদিন/এমআই