কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে গাজীপুর জেলা প্রশাসন। গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম শনিবার সকালে এ তথ্য জানান।
তিনি বলেন, দুই সদস্যের এই কমিটিকে আগামী দুই কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন-জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী ও উম্মে হাবিবা ফারজানা।
তিনি আরো বলেন, মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রাথমিক অনুসন্ধ্যান ও কারা কর্তৃপক্ষের ভূমিকা তদন্তে এই কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাশিমপুর কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন মুশতাক আহমেদ। তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। সুরতহাল ও ময়নাতদন্ত শেষে শুক্রবার দুপুরে মুশতাকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে কারা কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন