রংপুরের বদরগঞ্জে সোয়াইন নামে ৪৮ দিনের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকার বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সোয়াইনের বাবা হামিদুর রহমান ও মা ফরিদা বেগম।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার রাত নয়টার দিকে সোয়াইনের নিখোঁজের বিষয়ে পরিবার থেকেই থানায় অভিযোগ করা হয়। রাতেই পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্য-উপাত্ত যাচাই ও খোঁজাখুঁজি করে।
অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে মাত্র একশো গজ দূরে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আবু জাফর