রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে জোর করে তুলে নিয়ে ফেনসিডিল সেবন করানো হয়েছে। তার ফেনসিডিল সেবনের একটি দৃশ্যের ভিডিও ফাঁস হওয়ার পর তিনি এই দাবি করেন। এ বিষয়ে তিনি জিডিও করেছেন।
১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কোনো এক অজ্ঞাত স্থানে কামরুজ্জামান সুমনসহ কয়েকজন ফেনসিডিল সেবন করছেন। এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও দেখা যায়।
তার সঙ্গে আরও একজনকে দেখা গেলেও মুখ দেখা না যাওয়ায় পরিচয় জানা যায়নি। তবে কবে, কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এ বিষয়ে কামরুজ্জামান সুমন বলেন, ফায়ার সার্ভিসের এক কর্মীর বিরুদ্ধে দুর্নীতির তদন্তে আমি প্রধান সাক্ষী ছিলাম। গত ২ মার্চ আমাকে ফায়ার সার্ভিসের সামনে একটি গ্যারেজে তুলে নিযে যায় ওই কর্মীসহ স্থানীয় কয়েকজন যুবক। সেখানে আমাকে হুমকি দেয়া হয়।
একপর্যায়ে জোর করে তারা আমাকে ফেনসিডিল খাইয়ে ভিডিও ধারণ করে। ভিডিও ধারণের পর আমার কাছে ১০ লাখ টাকা দাবি করে। বিষয়টি আমি হেড কোয়ার্টারকে জানিয়েছি। এ বিষয়ে গত ৮ মার্চ আমি কোতয়ালী থানায় একটি জিডি করেছি।
তিনি আরো বলেন, উক্ত ফায়ার সার্ভিসের সদস্যের বিরুদ্ধে অনিয়মের বিষয়টি তদন্ত হওয়ার পরে তাকে বদলি করা হয়েছে। তারপরেও তিনি রংপুরে অবস্থান করে এ ঘটনা ঘটিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই