বাংলাদেশ ইসলামী আন্দোলন এর আমির চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, মানুষকে পরকালমুখী হতে হবে। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া হইলো ক্ষণিকের, আর আখেরাত হইলো অনন্তকালের জন্য। তাই যা করবো আখেরাতের জন্য।
মঙ্গলবার রাতে গাজীপুর জেলা মুজাহিদ কমিটি ও টঙ্গীবাসীর যৌথ উদ্যোগে টঙ্গী আরিচপুর নদী বন্দর এলাকায় তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এসব কথা বলেন। এসময় আব্দুল মালেকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, অধ্যক্ষ ইউনুস আহম্মেদ, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, শরিফুজ্জামান রাজীবপুরি, ইসমাইল হোসেন বাবু ও মিজানুর রহমান প্রমূখ।
তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনে কানায় কানায় পরিপূর্ণ হয়। প্রায় এক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন বলে মাহফিল ইন্তেজামিয়া কমিটি ধারনা করেন। বাংলাদেশ ইসলামী আন্দোলন ৪৭নং ওয়ার্ড কমিটির সভাপতি শাহাদাত হোসেন বলেন, এটা ৫ম তম মাহফিল ছিলো, এখানে প্রায় এক লাখ চরমোনাই ভক্তবৃন্দরা মাহফিলে শরিক হয়েছেন। পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের জন্য মূল প্যান্ডেলের উত্তরপাশে সামিয়ান টানিয়ে পৃথক একটি প্যান্ডেলে মহিলারা অংশ নিয়েছেন।
উল্লেখ্য, গত মার্চ শুরু হয়ে ৯ মার্চ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল।
বিডি প্রতিদিন/হিমেল