রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা এলাকা থেকে দু’টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে নগরীর শিরোইলে ঢাকা বাস টার্মিনাল থেকে তাদের আটক করা হয়।
তারা হলেন- মো. টিপু সুলতান (৩৫) ও মো. জামাল উদ্দিন (২৮)। তাদের দু’জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানার এসআই মো. সাহাদত আলীর নেতৃত্বে এক দল পুলিশ শিরোইল এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারসহ তাদের আটক করে। যার আনুমানিক বাজারদর ১২ লাখ টাকা।
আটক স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর