বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ সফুরা খাতুন পাইলট গালর্স হাইস্কুলে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল থেকে দিনব্যাপী প্রতিধ্বনি ফাউন্ডেশন ও তায়রুননেছা মেমোরিয়্যাল মেডিকেল কলেজ হাসপাতালের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ সার্জন ও চিকিৎসকরা বিনামূল্যে নাক, কান, গলা, চর্ম, শিশু, মেডিসিন ও ডায়াবেটিকসসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।
আয়োজকরা জানান, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশের প্রত্যন্ত এলাকার গরীব, অসহায় ও খেটে খাওয়া মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া। তার স্বপ্ন পূরণে এই ক্যাম্পের আয়োজন। এই ধরনের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত।
সকালে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিধ্বনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সানজিদা ভূঁইয়া হক।
বিডি-প্রতিদিন/শফিক