ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিএনপিকে আগামী ২৭ মার্চ র্যালি করার জন্য পরামর্শ দিয়েছে। আজ রবিবার দুপুরে বিএনপির দুই সদস্যের প্রতিনিধি দল ডিএমপির যুগ্ম কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে এই পরামর্শ দেয়া হয়।
বিষয়টি নিয়ে বিএনপির সুবর্ণজয়ন্তী উদ্যাপন কমিটির সদস্যসচিব আব্দুস সালাম গণমাধ্যমকে বলেন, আমাদের কর্মসূচি ঘোষণা করেছি অনেক আগেই। পূর্বঘোষণা অনুযায়ী ২৬ মার্চের র্যালি কর্মসূচি ২৭ মার্চ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।তবে ২৬ মার্চে সাভার স্মৃতিসৌধ ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে যাওয়াসহ অন্যান্য কর্মসূচিগুলো অব্যাহত থাকবে।
সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির পূর্বঘোষিত ৩০ মার্চের সমাবেশ ছিল উল্লেখ করে বিএনপির এই নেতা আরও বলেন, পুলিশ বলছে সেখানে তো এখন বইমেলা চলছে, কীভাবে সমাবেশ করবেন? আমরাও বিষয়টি বুঝতে পেরেছি। তাই আমরা বলছি, ঠিক আছে। দলের ফোরাম বিষয়টি নিয়ে আলোচনা করবে। পরবর্তী সমাবেশ তারিখ ও স্থান আলোচনা করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিডি-প্রতিদিন/শফিক