করোনা মোকাবেলায় খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ স্লোগানে বিশেষ জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার নগরীর শিববাড়ি মোড়ে কেএমপি’র কমিশনার মো. মাসুদুর রহমান ভুঞা পথচারীদের মুখে মাস্ক এবং ফেসশিল্ড পরিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ ও গাড়িতে স্টিকার লাগানো হয়। একই সাথে সাধারণ যাত্রী, পথচারী চালকদের মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম ফজলুর রহমান, সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ এহ্সান শাহ, ডেপুটি পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার কামরুল ইসলাম, মোহাম্মদ তাজুল ইসলাম, মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডা. একেএম কামরুল ইসলাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন