অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে ৫৩ তম এমবিবিএস এর চিকিৎসক ডা. লুৎফরের মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, তিনি রামেক হাসপাতালের ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন। তার বাড়ি রাজশাহীর দূর্গাপুরে। তিনি নিজ বাড়িতে গভীর রাতে অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে মারা গেছেন। এছাড়া তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজে এফসিপিএস করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ময়নাতদন্ত হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ