জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্টপতি প্রয়াত এইচএম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা রংপুর থেকে নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, রংপুরবাসী চাইলে আমি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবো। তৃণমূল নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থেকে আমাকে চায়, আমি ভোটে অংশগ্রহণ করবো। আমার নেতৃত্ব যদি সাধারণ মানুষ মেনে নেয় তাহলে আমি প্রস্তুত।
এরশাদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার দুপুরে রংপুর পল্লী নিবাসে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় এরশাদপুত্র শাহতা জারাব এরিক এরশাদ উপস্থিত ছিলেন।
তিনি বর্তমান জাপা চেয়ারম্যানের সমালোচনা করে বলেন, প্রয়াত এরশাদের গড়া সম্মিলিত জাতীয় জোটকে বর্তমান জাপার চেয়ারম্যান প্রয়োজন বোধ করেন না। উনি কাউকে প্রয়োজন মনে করেন না। নিজে যা ভাবেন তাই করেন। আগামীতে কী হবে তা দ্রুত দেখতে পারবেন।
বিদিশা বলেন, জাতীয় পার্টি আজ বিধ্বস্ত হয়ে গেছে। জাতীয় পার্টির দায়িত্বে যারা রয়েছেন তারা নড়াচড়া করেন না। অঙ্গসংগঠনের অবস্থা ভঙ্গুর হয়েছে। পার্টির নেতারা জেলা-উপজেলায় যায় না। আমরা জাতীয় পার্টিকে নতুন করে পূর্নগঠনের স্বপ্ন দেখি। সেই লক্ষ্যে তৃণমূলকে সাজাতে আমি মাঠে নেমেছি।
তিনি আরও বলেন, জাপার প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জন্মদিন উপলক্ষ্যে মাজার জিয়ারত করতে এরিক এরশাদসহ রংপুরে এসেছি। একজন সাবেক রাষ্ট্রপতির জন্মদিনকে যেভাবে উদযাপন করার কথা ছিল সেভাবে উদযাপিত হয়নি। এখানে জাতীয় পার্টির কোন নেতাকর্মীকে আমি দেখছি না।
এসময় উপস্থিত ছিলেন, হুসেইন মুহম্মদ এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদ, ট্রাস্টের পরিচালক ও লিগ্যাল অ্যাডভাইজার অ্যাড. কাজী রুবায়েত হাসান, ন্যাশনাল কংগ্রেসের সভাপতি শেখ শহিদুজ্জামান, প্রেস সচিব এএসএম সায়েম সাকলায়েন।
এরিক এরশাদ পল্লী নিবাস বাসভবনে এরশাদের জন্ম বার্ষিকীকের কেক কাটেন এবং ২’শ দরিদ্র-এতিমদের মাঝে খাবার বিতরণ করেন। এর আগে এরশাদের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিদিশা।
উল্লেখ্য, এর আগে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিদিশা রংপুরে এসে জাতীয় পার্টি সম্পর্কে বিরুপ মন্তব্য করায় তাকে রংপুরে এলে প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন মহানগর জাপার নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল