নারায়ণগঞ্জের চাঁদমারী বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় শতাধিক ঘর আগুনে ক্ষতিগ্রস্থ হবার সম্ভাবনা রয়েছে। সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ১২টার পরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের প্রায় ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরো ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন।
তিনি জানান, আগুনের সংবাদে ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিকভাবে বস্তি এলাকায় আগুন লেগেছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতি এখনি বলা যাচ্ছে না। রাত সাড় ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্তও আগুন নেভানো সম্ভব হয়নি।
বিডি-প্রতিদিন/শফিক