সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার নাম ও ছবি ব্যবহার করে ভুয়া পেজ খুলে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ বিষয়ে গতকাল শুক্রবার (২৬ মার্চ) রাতে কাদের মির্জা বাদী হয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, মেয়র আবদুল কাদের মির্জার নাম ও ছবি ব্যবহার করে কে বা কারা ফেসবুকে একটি পেজ খুলে বিভিন্ন আপত্তিকর পোস্ট দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
এ বিষয়ে মেয়র আবদুল কাদের মির্জা জানান, 'আবদুল কাদের মির্জা' নামে তিনি ফেসবুকের যে আইডি ব্যবহার করছেন, ঠিক ওই রকম নাম ও ছবি দিয়ে কে বা কারা আরেকটি পেজ খুলে আপত্তিকর অসত্য তথ্য ছড়িয়ে দিয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করার ষড়যন্ত্র করছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত