গাজীপুরে বিএনপির অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলীয় নেতারা। ঘটনাস্থল থেকে যুবদলের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৭ রাউন্ড রাবার বুলেট ও ৯ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে।
শনিবার দুপুরে শহরের রাজবাড়ি সড়কে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সভাপতি আব্দুস সালাম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল থেকে শহরের দলীয় কার্যালয়ে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ কর্মসূচি চলছিল। দুপুর একটার দিকে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করার চেষ্টা করে নেতা-কর্মীরা। এ সময় পুলিশ মিছিল বের করতে বাধা দেয়। এক পর্যায়ে নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ, টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ শুরু করে। পুলিশের লাঠিচার্জে তাদের ৫-৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে গাজীপুর মহানগর যুবদলের সহ-সাধারণ সম্পাদক আল রাজুর অবস্থা গুরুত্বর। এ সময় ঘটনাস্থল থেকে যুবদলের তিন কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হচ্ছেন জুবায়ের (২০), মাসুদ (৩৮) ও শামীম (৪০)।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার জাকির হাসান জানান, উশৃংখল নেতা-কর্মীরা বিনা কারণে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এক পর্যায়ে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। উশৃংখল নেতাকর্মীদের ইটের আঘাতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৭ রাউন্ড রাবার বুলেট ও ৯ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন