পলিসি বা নীতিমালা তৈরির পেছনে নানা ধরনের তথ্যের গুরুত্ব এবং নীতিমালা বিষয়ক জ্ঞান সমৃদ্ধ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো 'পলিসি বিষয়ক কর্মশালা'। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ এবং ইয়ুথপোলসের উদ্যোগে শনিবার সন্ধ্যায় অনলাইনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
আয়োজনে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আসিফ শাহান এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন উন্নয়ন অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগের ইয়েস গ্রুপের উপদেষ্টা ইমরান হোসাইন ভুঁইয়া, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ তৌহিদুল ইসলাম, উন্নয়ন অধ্যয়ন বিভাগ ইয়েস গ্রুপের সমন্বয়ক ও সংবাদ উপস্থাপক জাফর এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগের ইয়েস গ্রুপের লিডার কে এম ইমরুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইয়েস গ্রুপের ডেপুটি লিডার পূর্বাশা পৃথ্বী।
কর্মশালার প্রথম অংশে ড. আসিফ শাহান পলিসি তথা নীতিকাঠামো বিষয়ে প্রাথমিক ধারণা আলোচনা করেন।
নীতিকাঠামো, এর প্রণয়ন ক্ষেত্র এবং বৈশিষ্ট্যসমূহ তাত্ত্বিক জগতের বাইরে সাধারণ জীবনের সাথে এর সামঞ্জস্যতা নিয়ে বিস্তর আলোচনা করেন তিনি। পরবর্তী অংশে ড. নাজনীন আহমেদ নীতিকাঠামো প্রস্তাবনার উল্লেখযোগ্য বিষয়সমূহ এবং জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নীতি ও আইন প্রণয়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন।
ইয়েস গ্রুপের উপদেষ্টা ইমরান হোসেন ভূঁইয়া নীতি নির্ধারণ ও বাস্তবায়নে তরুণদের সচেতনতা বৃদ্ধির বিষয়টিতে আলোকপাত করে বলেন, সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য আমাদের পলিসি সম্পর্কে জানা প্রয়োজন। আজকের তরুণরাই আগামী দিনের নীতি নির্ধারক, তাই নীতিকাঠামো বিষয়ে পড়ালেখা ও চিন্তার পরিসর বর্ধিত করা আবশ্যক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিআইবি ইয়েস গ্রুপের কার্যক্রম সম্পর্কে নিয়ে উন্নয়ন অধ্যয়ন ইয়েস গ্রুপের ডেপুটি লিডার আরজু আফরিন ক্যাথি বলেন, যাত্রার শুরু থেকে টিআইবি ইয়েস গ্রুপ তরূণদের নিয়ে কাজ করছে। জনসচেতনতামূলক বিভিন্ন কাজে যুক্ত থাকার মাধ্যমে প্রতিটি তরুণ যেনো দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠে এটিই টিআইবি ইয়েস গ্রুপের লক্ষ্য।
উল্লেখ্য, শিক্ষার্থীদেরকে পলিসি বিষয়ে দক্ষ করে তোলার লক্ষ্যে অনুপ্রাণিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের টিআইবি- ইয়েস গ্রুপের শিক্ষার্থীরা একটি অনলাইন কর্মশালার পরবর্তী ধাপে পলিসি বিষয়ক প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের টিআইবি ইয়েস গ্রুপের অফিসিয়াল ফেসবুক পেইজে ঘোষণা দেয়া হবে।
বিডি প্রতিদিন/আল আমীন