রাজধানীর শাহজাহানপুরে একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নিহতের নাম সাইফুল ইসলাম (২৩)। তিনি নওগাঁর সাপাহার উপজেলার বিরমপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাইফুলের মৃত্যু হয়েছে। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে নেয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক