গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, পরিকল্পিতভাবে প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ ও কবরস্থান তৈরি করে দেয়া হবে। ইতোমধ্যে ২৬টি ওয়ার্ডে খেলার মাঠ ও কবরস্থান নির্মাণের জন্য জমি নেয়া হয়েছে।
স্থানীয় বাসন চক এলাকায় ৬০ বিঘা জমির উপরে একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে এবং আশেপাশে ৮০বিঘা জমির উপরে চারটি হাসপাতাল নির্মাণ করা হবে। মহানগরের কাউলতিয়া এলাকায় একটি অর্থনৈতিক জোন তৈরি করা হবে এবং স্থানীয় কড্ডা এলাকায় একটি আবাসন ব্যবস্থা নির্নাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এজন্য মেয়র সকলের সহযোগিতা চেয়েছেন।
শুক্রবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া মধ্যপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা শহীদ তোফাজ্জল হোসেন অছি স্মরণে ফুটবল টুর্নামেন্ট’র চূড়ান্ত খেলার প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।
ভোগড়া তরুণ সংঘ আয়োজিত ও ধ্রুবতারা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের সৌজন্যে ওই টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম আক্রাম হোসেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহ্বায়ক এস এম আলতাব হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম আজাদ, আব্দুস সোবাহান প্রমূখ।
বিডি প্রতিদিন/আবু জাফর