জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনীত করেছে বিএনপি।
এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে জানান, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’
বিডি প্রতিদিন/ফারজানা