হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে নারীসহ অবরুদ্ধ করেছে স্থানীয়রা। যদিও মামুনুল হক দাবি করছেন ওই নারী তার দ্বিতীয় স্ত্রী, তিনি তাকে নিয়ে রিসোর্টে ঘুরতে এসেছেন।
আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। এদিকে, মাওলানা মামুনুল হককে তাকে অবরুদ্ধ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, নারায়ণগঞ্জের সোনারগাঁও রয়েল রিসোর্টে নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে রাখা হয়েছে। এসময় তাকে জিজ্ঞাসা করলে তিনি ওই নারীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন।
এদিকে, এ ঘটনা ছড়িয়ে পড়তেই হেফাজতের বিক্ষুব্ধ নেতাকর্মীরা রয়েল রিসোর্টে ভাংচুর শুরু করে।
বিডি-প্রতিদিন/শফিক