গাজীপুরে অপহরণের পর মুক্তিপণের ২০ হাজার টাকা না পেয়ে এক যুবককে হত্যার ঘটনায় দুই বছর পর হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা।
গ্রেফতারকৃতরা হলেন-গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার লাল চামার এলাকার মো: নয়া মিয়ার ছেলে মো: আনারুল ইসলাম (৩০) ও তার ভায়রা মো: সাইদুর রহমান প্রধান (৩৫)।
শনিবার বিকেলে পিবিআইয়ের জেলা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ এ তথ্য জানান পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
পুলিশ সুপার জানান, ২০১৯ সালের ৮ মার্চ গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ থেকে রাত ১০টার দিকে নিজ বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা এলাকার মথরপাড়া এলাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হয় মৃনাল চন্দ্র বর্মন (৩৫)। রাত সাড়ে ১০টার দিকে মৃনালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীকে জানানো হয় তার স্বামী মৃনালকে অপহরণ করা হয়েছে। তাকে ফিরে পেতে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় অপহৃত মৃনালের স্ত্রী বিথী রানী বাদী হয়ে ওই বছরের ১৩ মার্চ কালিয়াকৈর থানায় অভিযোগ দাখিল করেন। থানা পুলিশ মামলাটি পাঁচ মাস তদন্ত করে এর ক্লু উদ্ধার করতে পারেনি। পরে কর্তৃপক্ষের নির্দেশে পিবিআই গাজীপুরের পরিদর্শক এস এম শাকিল হাসান মামলাটি তদন্ত শুরু করেন। তিনি আধুনিক তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অপহরণ দলের সদস্য মো: আনারুল ইসলামকে গাইবান্ধা থেকে গ্রেফতার করেন। পরে তার দেয়া তথ্যমতে অপহরণ চক্রের অন্যতম হোতা তার ভায়রা মো: সাইদুর রহমানকে অন্য একটি হত্যা মামলায় গাইবান্ধা জেলা কারাগার আটক থাকা অবস্থায় গ্রেফতার দেখানো হয়। সাইদুর রহমানকে রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে।
জিজ্ঞাসাবাদকালে সে তদন্ত কর্মকর্তাকে জানায়, ঘটনার দিন ভিকটিম মৃনাল চন্দ্র বর্মনসহ আরো দুইজনকে যাত্রী হিসেবে ট্রাকে চন্দ্রা মোড় থেকে তুলে নেয়। পরে টাঙ্গাইলের এলেঙ্গা মোড়ে ট্রাক থামিয়ে চেতনা নাশক ঔষধ মিশিয়ে বিস্কুট ও চা খাওয়ানো হয় এবং পুনরায় রওয়ানা দেয়। এসময় মৃনাল চন্দ্র বর্মন অজ্ঞান হয়ে পড়লে তার কাছে থাকা ৩০ হাজার টাকাসহ বাকী দুই যাত্রীর নিকট থেকে সমুদয় টাকা পয়সা ছিনিয়ে নেয় অপহরণকারীরা। এক পর্যায়ে মৃনালকে সিরাজগঞ্জ মোড়ে চলন্ত ট্রাক থেকে ফেলে দেয় এবং অন্য দুইজনকে বগুড়া জেলার সীমানায় ফেলে দেয় অপহরণকারীরা। এ ঘটনায় সাইদুর রহমান প্রধান গত ১ এপ্রিল গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল