কুমিল্লায় ৩৭০ জন এতিমের মাঝে ত্রাণ বিতরণ করেছে নূরুল হক ফাউন্ডেশন। বুধবার কোটবাড়ি রোডের কাশিনাথপুরে দারুল উলুম ইসলাম কমপ্লেক্সে (নূরুল হক ফাউন্ডেশন) এসব সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ পাওয়ার পর তারা বলেন, 'করোনার কারণে আমরা এখন আর আগের মতো বাসা বাড়ি ও হোটেল রেস্তোরাঁয় কাজ কর্ম পাই না। আমরা খেয়ে না খেয়ে কোন মতে দিন কাটাচ্ছি। রোজাকে সামনে রেখে খুব দুঃচিন্তায় ছিলাম। নূরুল হক ফাউন্ডেশনের কল্যাণে আমাদের সেই চিন্তা শেষ হলো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই লোকটিকে জান্নাত দান করেন।'
এ বিষয়ে নূরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাউসার জামান বাপ্পী বলেন, নূরুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা সব সময়ই পবিত্র রমজানের আগে এই কাজটি করে থাকি। কারণ, এই অসহায় মানুষগুলো সারা বছর অনেক কষ্টে থাকে। পবিত্র রমজান মাসে যেন তাদের সেহারি ও ইফতারির জন্য চিন্তা করতে না হয়। সেজন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আমাদের এই মানবিক কাজটি অব্যাহত থাকবে ইনশাল্লাহ। এসময় তিনি সবার কাছে দোয়া কামনা করেন।
বিডি প্রতিদিন/আরাফাত