দেশে করোনা পরিস্থিতির কারণে রাজধানীর বসুন্ধরা সিটিতে অবস্থিত ইনডোর থিম পার্ক ‘টগি ওয়ার্ল্ড’ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আজ শুক্রবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
বসুন্ধরা সিটির প্রায় ৩৭ হাজার বর্গফুট আয়তনের দুটি বিশাল ফ্লোর নিয়ে সাজানো টগি ওয়ার্ল্ড করোনার কারণে গত বছরের ১৯ মার্চ বন্ধ করে দেওয়া হয়। ৯ মাস ১১ দিন পর জানুয়ারিতে এটি ফের খুলে দেওয়া হয়।
পার্কটিতে নাগরদোলার মতো মিনি ফেরিস হুইল রয়েছে। আছে মিনি টাওয়ার। এছাড়া বাম্পার কার, লিটল প্লেনসহ ১৫টি আকর্ষণীয় রাইড, ৪৩টি গেমস এবং কিডস ও ভিআইপি বোলিং রয়েছে। রয়েছে গেম-জোন। আছে ৫০ জন শিশু-কিশোরের ধারণক্ষমতার একটি পার্টি রুম। রয়েছে আকর্ষণীয় মাদার রুমও। এখানে আছে সফট প্লে-জোন, যা শিশুদের মানসিক বিকাশে সহায়তা করে। চার বা তার কম বয়সী শিশুদের জন্য রয়েছে টডলার প্লে-জোন।
বিডি প্রতিদিন/আরাফাত