১২ এপ্রিল, ২০২১ ১৯:০৭

রিমান্ডে ওয়াসেক বিল্লাহ নোমানী

অনলাইন ডেস্ক

রিমান্ডে ওয়াসেক বিল্লাহ নোমানী

সংগৃহীত ছবি

আইসিটি মামলায় কওমি মাদরাসা শিক্ষক ওয়াসেক বিল্লাহ নোমানীর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাইলে একদিনের রিমান্ড মঞ্জুর করেন ১নং আমলী আদালতের বিচারক আব্দুল হাই।

এর আগে রবিবার বিকালে তাকে ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকার সেনবাড়ি রোড থেকে যৌথ অভিযানে গ্রেফতার করে কোতোয়ালি ও জেলা গোয়েন্দা পুলিশ। ধর্মীয় ও সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগে জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীনের দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়।

এদিকে, রাষ্ট্র ও সমাজের মধ্যে বিশৃঙ্খলা ও সন্ত্রাস সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে কোতোয়ালী মডেল থানায় এসআই মাহবুবুর রশিদ বাদী হয়ে আরও একটি মামলা দায়ের করেন।

ওয়াসেক বিল্লাহ নোমানী ময়মনসিংহ নগরীর সানকি পাড়ার ফজলুল হক মারকাযুল উলুম মাদরাসায় বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষা দেন।

নোমানীর বাড়ি ও জন্ম নেত্রকোণার পূর্বধলা উপজেলায়। তিনি ময়মনসিংহের আনন্দমোহন কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ২০১২ সালে তিনি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হন। এরপর থেকে তিনি ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর