১৪ এপ্রিল, ২০২১ ০১:০৮

সস্ত্রীক করোনামুক্ত হলেন বিএনপি নেতা ড. মোশাররফ

অনলাইন ডেস্ক

সস্ত্রীক করোনামুক্ত হলেন বিএনপি নেতা ড. মোশাররফ

ড. খন্দকার মোশাররফ হোসেন-বিলকিস হোসেন

করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস হোসেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে করোনামুক্ত হয়ে এই বিএনপি নেতা তার স্ত্রীসহ রাজধানীর স্কয়ার হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৩১ মার্চ ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে তাদের দুইজনকেই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বর্তমানে তারা দুজনই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

 ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আক্তারুজ্জামান জানান, করোনা রিপোর্ট পজেটিভ আসার পর গত ৩১ মার্চ থেকে ড. খন্দকার মোশারফ হোসেন সস্ত্রীক স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। নেগেটিভ আসায় মঙ্গলবার হাসপাতাল থেকে বাসায় গিয়েছেন। আগামী এক মাস তাদের বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। তাদের রোগমুক্তি কামনা করে দোয়া করার জন্য বিএনপি নেতাকর্মী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন ।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর