সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাবেক আইন মন্ত্রী আব্দুল মতিন খসরুর দ্বিতীয় জানাজা আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সম্পন্ন হয়েছে।
এর আগে সকাল সাড়ে ৮টায় বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মতিন খসরু সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ছিলেন।
গতকাল বুধবার বিকেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান আবদুল মতিন খসরু (৭১)। গত ১৬ মার্চ থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা