রাজধানীর যাত্রাবাড়ী বিবির বাগিচায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়ির ধাক্কায় অজ্ঞাতনামা এক রিকশাচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) সকাল ৮টার দিকে বিবির বাগিচা ৪ নম্বর গেটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন রিকশা আরোহী এক বৃদ্ধ। এসময় বিক্ষুব্ধ জনতা ময়লার গাড়িটিতে আগুন ধরিয়ে দেন।
যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে বিবির বাগিচায় সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটি একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশার আরোহী সামান্য আহত হলেও এর চালক ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সিটি করপোরেশনের ময়লাবাহী গাড়িটিতে আগুন ধরিয়ে দেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        