রাজধানীর তুরাগ কামারপাড়া এলাকায় নির্মাণাধীন ভবন থেকে পড়া ইটের আঘাতে ঘরে থাকা সোহাগী আক্তার (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে ঘরের টিন ভেঙ্গে ইটের আস্তরের আঘাতে এ ঘটনা ঘটে।
নিহত সোহাগীর নানী পারভীন আক্তার জানান, সোহাগী স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তারা কামারপাড়া শাপলার মোড়ে জীবন মিয়ার টিনসেড বাসায় ভাড়া থাকতেন। সকালে সোহাগী ঘরে ছিল। পাশের ছয় তলা নির্মার্ণাধীন ভবন থেকে সিমেন্ট দিয়ে তৈরি করা বড় ইটের আস্তর ঘরের টিনের চালার উপর পড়ে টিন ভেঙ্গে ঘরে থাকা সোহাগীর উপরে পড়ে। এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে মারা যায়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির