প্রধানমন্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করে কটাক্ষ করার মামলায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ইছাগুড়া এলাকার মো. মাহাবুব আলমকে (১৯) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শনিবার দুপুরে মাহবুবকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক শামীম আহমেদ এই আদেশ দেন।
বরিশাল সদর আদালতের পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র দে এই তথ্য নিশ্চিত করেছেন। মাহাবুব চরমোনাই ইউনিয়নের ইছাগুরা গ্রামের মালেক ফকিরের ছেলে।
পুলিশ জানায়, ১৯ এপ্রিল মাহাবুব আলম তার ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীর ব্যঙ্গাত্মক ছবি আপলোড দেয় এবং অশালীন ক্যাপশন দেয়। এতে ওই এলাকার মানুষজনের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। গত শুক্রবার জুমার নামাজের পর চরমোনাই ইউনিয়ন আওয়ামী লীগ আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার ও মনোয়ার হোসেন জুয়েল মেম্বরসহ অন্যান্যরা অভিযুক্ত মাহাবুবকে ধরে পুলিশে সোপর্দ করে।
এ ঘটনায় ডিঙ্গামানিক ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সিকদার বাদী হয়ে শুক্রবার রাতে মাহাবুব আলমের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় আজ তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
বিডি প্রতিনিধি/আবু জাফর