খুলনায় স্বেচ্ছাসেবী সংগঠন 'উড়ুপ' এর উদ্যোগে ২০০ জন পথচারীকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১ মে) বিকালে নগরীর শিববাড়ি মোড়ে সংগঠনের পক্ষ থেকে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ‘মানবতার জন্য আমরা’-এই শ্লোগানে এর আগেও সংগঠনটির পক্ষ থেকে দুস্থ-অসহায়, ছিন্নমূল মানুষ ও এতিমখানায় সাহায্য করা হয়েছে। নেতৃবৃন্দ প্রত্যাশা করেন, সমাজের বিত্তবানরাও একইভাবে দুস্থ অসহায়দের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত