মহান মে দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে শনিবার (১লা মে) বেলা ১১টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিল হাজী রজ্জব আলী সুপার মার্কেটস্থ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা মটরস্ ওয়ার্কসপ মেকানিক্স ইউনিয়ন সভাপতি এম এ রব’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনটির কার্যকরী সভাপতি খলিলুর রহমান হামিদী, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেন রিপন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন তালুকদার, যুগ্ম সম্পাদক মোঃ গোলাম মওলা ও সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রধান।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনটির কোষাধ্যক্ষ মোঃ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ বশির উদ্দিন, ক্রীড়া সম্পাদক মোঃ সোহেল রানা, কার্যকরী সদস্য মোঃ আবু তাহের, মোঃ জাফর মল্লিক, মোঃ সোহাগ রাজ প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল