সেচ্ছাসেবী সংগঠন ব্লাড কানেকশনের উদ্যোগে অসহায়, গরীব, পথশিশু ও পথিকের মাঝে ইফতার বিতরণ করা হয়। আজ রাজধানীর সাতরাস্তা ও তেজগাঁও এলাকায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন ব্লাড কানেকশনের সদস্যরা।
সেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৮ সাল থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। দেশব্যাপী এ সংগঠনটি প্রতিদিন ৫০/৬০ ব্যাগ রক্ত বিনামূল্যে সরবরাহ করছে।
প্লাজমা ব্যাংক, অক্সিজেন ব্যাংক, ইফতার সামগ্রী, ঈদ সামগ্রী, ঈদ উপহারসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
আজকের ইফতার বিতরণীতে সংগঠনের প্রেসিডেন্ট কামরুল হাসান, জেনারেল সেক্রেটারি আনম আবরার, এড. কাওসার হোসেন, জাবেদ হোসাইন, সাইফুল ইসলাম, সাইফুল খান, তাওসীফসহ সেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
সংগঠনের প্রেসিডেন্ট কামরুল হাসান জানান, ব্লাড কানেকশনের কার্যক্রমের মধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, পথশিশুদের ঈদ পোশাক বিতরণ, এতিমদের নিয়ে ইফতার, দুর্গতদের ত্রাণ সামগ্রী বিতরণ ইত্যাদি।
বিডি প্রতিদিন/আল আমীন