রংপুর র্যাবের অভিযানে ভুয়া চাকরির নিয়োগপত্র প্রদানের অভিযোগ রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নীলফামারী সদর মাস্টারপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ এর মিডিয়া কর্মকর্তা মু. আল-আমিন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী সদরে অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল র্যাবকে জানিয়েছে, সে টাকার বিনিময়ে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকুরীর ভুয়া নিয়োগপত্র প্রদান করে মোটা টাকা হাতিয়ে নিয়েছে।
এ ঘটনায় নীলফামারী সদর থানায় প্রতারিত হওয়া ব্যক্তি বাদী হয়ে রফিকুলের বিরুদ্ধে মামালা দায়ের করেছে।
বিডি প্রতিদিন/আবু জাফর