পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল।
নিজের ফেসবুকে পেইজে ঢাকা উত্তর সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করা তাবিথ বলেন, আশা করি, তিস্তার পানি বণ্টন চুক্তি এবং সীমান্ত হত্যা বন্ধে তৃণমূলের এই বিজয় ইতিবাচক ভূমিকা রাখবে। এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সমন্বিত উদ্যোগ জরুরি। প্রাণঘাতী এই ভাইরাসকে মোকাবিলায় কেবল নিজ স্বার্থ না দেখে দুই বাংলার পারস্পরিক সহযোগিতার মনোভাব প্রত্যাশা করছি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন