বরিশালে বাসদের আয়োজনে দ্বিতীয় বারের মতো শুরু হয়েছে মানবতার বাজার। প্রথম দিন ৩শ দিনমজুর এই মানবতার বাজার থেকে সুবিধাভোগী হয়েছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর হাসপাতাল রোডের অমৃত লাল দে মহাবিদ্যালয় মাঠে এই বাজার চালু করা হয়। এ সময় জেলা বাসদ আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমান এবং সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঈদের আগের দিন পর্যন্ত প্রতিদিন দুই ঘন্টার জন্য চলবে এই বাজার।
জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী জানান, সমাজের নিম্ন আয়ের ও খেঁটে খাওয়া মানুষের জন্য এই বাজারের আয়োজন করা হয়েছে। এর মধ্যে দিয়ে কিছু মানুষের মুখে হাঁসি ফুঁটানোর চেষ্টা করা হচ্ছে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই বাজার চলবে। চাল, ডাল, তেল, শাক-সবজী, দুধ, আটা, চিনি ও সেমাই সহ ১০ ধরনের খাদ্য সামগ্রী রয়েছে এই বাজারে।
যারা এই বাজার থেকে পন্য নিতে চান তাদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নম্বর বাসদ নেতৃবৃন্দের কাছে জমা দিতে হবে। পরে বাসদের পক্ষ থেকে ওই ব্যক্তিকে মুঠোফোনে নির্ধারিত দিনে মানবতার বাজারের পন্য নিতে আহবান জানানো হবে। এই প্রক্রিয়ায় আগ্রহীরা মানবতার বাজার থেকে নিত্য পন্য পাবেন।
বিডি প্রতিদিন/আল আমীন