৬ মে, ২০২১ ২২:৫২

সংসার চালাতে দুটি অসহায় পরিবারকে অটোরিকশা দিলেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসার চালাতে দুটি অসহায় পরিবারকে অটোরিকশা দিলেন লিপি ওসমান

সালমা ওসমান লিপি (বামে), নিজ নিজ কার্যালয়ের সামনে ওই দুটি পরিবারকে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম

নারায়ণগঞ্জে দুটি অসহায় পরিবারকে স্বাবলম্বী করার উদ্যোগ নিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। করোনাকালে অসহায় পরিবার দুটির পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দুটি পরিবারকে অটোরিকশা উপহার দেন তিনি। 

বৃহস্পতিবার নিজ নিজ কার্যালয়ের সামনে ওই দুটি পরিবারকে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ ও পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম।

জানা গেছে, গেল বছরে করোনার প্রার্দুভাব ঠেকাতে লকডাউনের শুরুতেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন শহরের বাবুরাইল এলাকার বাসিন্দা সিএনজি চালক হুমায়ন কবির কাদির। ওই দুর্ঘটনার কারণে হুমায়ন কবির কাবিলের একটি পা অচল হয়ে যায়। এতে করে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়ে। এরপর থেকেই হুমায়নের পরিবারকে নানাভাবে সহযোগিতা করে আসছিলেন সালমা ওসমান লিপি। 

অপরদিকে গেল বছরের জুন মাসের শুরুতে অগ্নিদগ্ধ হন নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চাঁদমারী পোড়াবাড়ি এলাকার নাজমুল কবির নাহিদ। পরে অগ্নিদগ্ধ নাহিদের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন সালমা ওসমান লিপি। তবে মোটা অংকের অর্থ ব্যয় করেও শেষ পর্যন্ত নাহিদকে বাঁচানো যায়নি। এরপর থেকে নাহিদের পরিবারকেও নানাভাবে সহযোগিতা করে আসছিলেন সালমা ওসমান লিপি। দীর্ঘদিন সহযোগিতার পরে অসহায় দুটি পরিবারকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিলেন সালমা ওসমান লিপি।  

বৃহস্পতিবার ৬ মে সকালে প্রথমে নারায়ণগঞ্জ পুলিশ সুপার এর কার্যালয়ের সামনে অগ্নিদগ্ধে নিহত নাহিদের স্ত্রী শাহীনার হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার জায়েদুল আলম পিপিএম। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় পঙ্গুত্ববরণকারী হুমায়ন কবির কাদিরের হাতে অটোরিকশার চাবি তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।  

এ বিষয়ে লিপি ওসমান মুঠোফোন বলেন, আল্লাহ  যেন এই অটোরিকশা থেকে  পরিবারগুলোকে উত্তম রিজিকের  ফায়সালা  করেন।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর