রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেরাজ উদ্দিন মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্নাইলাহে রাজিউন)। রবিবার রাত সোয়া ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে সোমবার (৩ মে) জরুরি ভিত্তিতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে রাজশাহী থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।
এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে সর্বশেষ পরীক্ষায় অবশ্য তিনি করোনামুক্ত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, চার ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ