১০ মে, ২০২১ ১৫:৩৮

শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতসহ ৪ দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিতসহ 
৪ দাবিতে বরিশালে ছাত্রফ্রন্টের সমাবেশ

সকল শিক্ষার্থীদের জন্য করোনা ভ্যাকসিন নিশ্চিত করা, শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য রোডম্যাপ ঘোষণা, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন-ফি মওকুফ এবং অনলাইন ক্লাস-পরীক্ষার জন্য শিক্ষার্থীদের ডিভাইস ও বিনামূল্যে ইন্টারনেট সেবা প্রদানের দাবিতে বরিশালে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল জেলা ও মহানগর শাখার উদ্যোগে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। 

মহানগর ছাত্রফ্রন্টের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মহানগর সদস্য অদিতি ইসলাম এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্ট সদস্য এমদাদুল ইসলাম সহ অন্যান্যরা। সমাবেশে সাধারণ শিক্ষার্থীদের জন্য ৪ দফা দাবী মেনে নেয়র জন্য সরকারের প্রতি আহবান জানান বক্তারা। 

সমাবেশ শেষে ছাত্রফ্রন্ট নেতৃবৃন্দ তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি অনলাইনে জেলা প্রশাসক বরাবর প্রেরণ করেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর