পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এলাকায় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যদের সাথে অসদাচরণ ও হত্যার হুমকি দেয়ায় ৮ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
গতকাল শনিবার রাতে রূপপুর পুলিশ ফাঁড়িতে আইনি ব্যবস্থা নেয়ার জন্য তাদের হস্তান্তর করা হয়৷ সেনাবাহিনীর পক্ষে ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান আটক যুবকদের পুলিশের নিকট তুলে দেন। রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে রূপপুর প্রকল্প এলাকার কেপিআই জোন আট নং ওয়াচ টাওয়ারের পাশে পদ্মা নদী তীরবর্তী এলাকায় আটক যুবকেরা প্রবেশ করে। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা সেনা সদস্যরা তাদের পরিচয় ও ওই এলাকায় প্রবেশের কারণ জানতে চাইলে তারা অসদাচরণ করে। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ না থাকায় তাদের ওই এলাকা ত্যাগ করতে বলায় যুবকেরা সেনা সদস্যদের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকে এবং ইট ভাটায় নিয়ে হত্যার হুমকি দেয়। সেনাসদস্যরা তাদের আটক করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটক যুবকরা হলো ঈশ্বরদী উপজেলার চর রূপপুর গ্রামের ইমরান আলীর ছেলে রিমন হোসেন (২০), দুলাল হোসেনের ছেলে শাওন হাসান (২২), মো. আলালের ছেলে আসিফ হোসেন (২০), লিটন হোসেনের ছেলে মনোয়ার হোসেন (২১), মো. মিঠুনের ছেলে শান্ত (২০), নুরুল ইসলামের ছেলে ফজলে রাব্বি (২০), মো. সিরাজের ছেলে বাপ্পি (২১), সিরাজুল ইসলামের ছেলে মুন্না হোসেন (১৯)।
আতিকুল ইসলাম আরও জানান, আটক যুবকদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/ফারজানা