রাজধানী মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। আটকরা হলেন, টিটু সরদার (৩৬), সোহেল শেখ (২৬), আনোয়ার হোসেন (২৭), সুমন (২৫), নুর হোসেন (২৫) ও মিলন হোসেন চৌকিদার (২৬)।
রোববার (২৩ মে) রাতে র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল শনিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর থানার বেড়ীবাধ এলাকায় অভিযান চালায়। অভিযানে ডাকাত দলের সক্রিয় ৬ সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি, একটি লোহার রড, ৩টি লাঠি ও ৭টি মোবাইল জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এএসপি মামুন।
বিডি প্রতিদিন/হিমেল