রংপুরের ইসলামী বক্তা ও লায়ন্স স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানসহ চারজনের সন্ধানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আদনানের শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল এন্ড কলেজের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন, লায়ন্স স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষিকা মাহাবুব আরা লিনা, শিক্ষক রাশেদুল ইসলাম, সাবেক শিক্ষার্থী রাকিবুল বাশার রাকিব। বক্তারা অবিলম্বে আবু ত্ব-হা মুহাম্মাদ আদনানসহ চারজনকে ফিরেয়ে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ।
১০ জুন বিকেল ৪টার দিকে তিন সঙ্গীসহ আদনান রংপুর থেকে ভাড়া করা একটি প্রাইভেটকারে ঢাকার সাভারের উদ্দেশে রওনা দেন। ওই দিন রাত আড়াইটার দিক থেকে তারা নিখোঁজ হন। নিখোঁজের সময় আদনানের সঙ্গে আরও তিনজন ছিলেন। এ পর্যন্ত তাদের কারোরই সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনায় আদনানের মা আজেদা বেগম এবং গাড়িচালক আমির উদ্দিন ফয়েজের পরিবার থেকে রংপুর মেট্রোপলিটন থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর