১৯ জুন, ২০২১ ১৭:০১

করোনায় সাতক্ষীরা ছাত্রলীগের পাশে থাকবেন ড. কাজী এরতেজা হাসান

অনলাইন ডেস্ক

করোনায় সাতক্ষীরা ছাত্রলীগের পাশে থাকবেন ড. কাজী এরতেজা হাসান

শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ভোরের পাতা সম্পাদকের গুলশান অফিসে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক সাক্ষাৎ করতে এলে ড. কাজী এরতেজা হাসান এ প্রতিশ্রুতি দেন

করোনাকালীন সময়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, ভোরের পাতা সম্পাদক ও প্রকাশক এবং এফবিসিসিআই পরিচালক ড. কাজী এরতেজা হাসান।

শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় ভোরের পাতা সম্পাদকের গুলশান অফিসে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক সাক্ষাৎ করতে এলে ড. কাজী এরতেজা হাসান এ প্রতিশ্রুতি দেন। 

দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় ধরে ড. কাজী এরতেজা হাসানের সঙ্গে একান্তে বৈঠক করেন জেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান। এসময় ড. কাজী এরতেজা হাসান ছাত্রলীগের সভাপতির নানা সমস্যার কথা শুনেন এবং সেগুলো নিরসনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। 

বিশেষ করে করোনাকালীন সময়ে ছাত্রলীগের যেকোনো নেতাকর্মীর বিপদে পাশে থাকবেন বলে জানান। এ ছাড়া জেলা রাজনীতির নানাদিক নিয়ে কথা বলেন তারা। 

ড. কাজী এরতেজা হাসান সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকের প্রতি অনুরোধ করে বলেন, সাংগঠনিক কাঠামো অনুযায়ী অতি দ্রুত পূর্ণাঙ্গ করতে হবে। এক্ষেত্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের নেতাকর্মীদের মূল্যায়ণ করারও তাগিদ দেন তিনি। 

করোনাকালীন সময়ে সাধারণ মানুষের পাশে থাকার জন্য জেলা ছাত্রলীগের সবাইকে আহ্বান জানান ড. কাজী এরতেজা হাসান। তিনি আরও বলেন, বর্তমানে সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরার অবস্থা বেশ নাজুক। এ পরিস্থিতিতে জেলা ছাত্রলীগ বরাবরের মতোই অগ্রণী ভূমিকা পালন করবে। 

সাক্ষাৎ শেষে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিককে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম হস্তলিখিত সংবিধান উপহার দেন ড. কাজী এরতেজা হাসান।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর