২৪ জুলাই, ২০২১ ১৩:৩২

লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে বেড়েছে যানবাহন চলাচল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে বেড়েছে যানবাহন চলাচল

চলমান লকডাউনের দ্বিতীয় দিনে বরিশালে চলাচল বেড়েছে

ঈদের পর কঠোর লকডাউনের দ্বিতীয় দিন বরিশালের রাস্তাঘাটে বেড়েছে মানুষ ও যানবাহন চলাচল। সকালের দিকে নগরীর প্রধান প্রধান সড়কগুলোতে প্রচুর রিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত যানবাহন দেখা গেছে। বন্ধ রয়েছে নগরীর বেশীরভাগ দোকানপাট।

এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নগরীতে আজ শনিবারও পৃথক ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে কঠোর অবস্থানে। 

ঈদের পর কঠোর বিধি-নিষেধের দ্বিতীয় দিন শনিবার সকালে পাল্টে যায় বরিশালের রাস্তাঘাটের চিত্র। এদিন সকালে নগরীর প্রধান প্রধান সড়কগুলো ছিল রিকশা আর মোটরসাইকেলের দখলে। দূরদূরান্তের মানুষ ভ্যানে, পিকআপে এবং কখনও হেটে গন্তব্যে যাচ্ছেন বিশেষ প্রয়োজনে। রাস্তায় বের হওয়া মানুষ নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার কথাও বলেন। লকডাউনের কারণে ফার্মেসী এবং খাদ্য পণ্যের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।    

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা বলেন, মানুষের মধ্যে আগের চেয়ে সচেতনতা বেড়েছে। যারা নিয়ম ভঙ্গ করছে তাদের শাস্তির আওতায় আনা হচ্ছে।  

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর