২৪ জুলাই, ২০২১ ২০:০২

বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে আটক ৩৮৩

অনলাইন ডেস্ক

বিধিনিষেধের দ্বিতীয় দিনে রাজধানীতে আটক ৩৮৩

প্রতীকী ছবি

করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে সরকারঘোষিত ঈদ পরবর্তী কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিন শনিবার ৩৮৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৩৭ জনকে ৯৫ হাজার ২৩০ টাকা জরিমানা করা হয়েছে। বিনা প্রয়োজনে বাইরে বের হওয়া কিংবা নির্দেশনা অমান্যের দায়ে তাদের আটক ও জরিমানা করা হয়।

এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, এ দফায় কঠোর বিধিনিষেধের দ্বিতীয় দিনে ডিএমপির আটটি বিভাগে বিভিন্ন থানা পুলিশ একযোগে অভিযান চালায়।  

অপরদিকে আজ বিধিনিষেধ অমান্য করায় ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৮৩ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর