১৫ আগস্টকে ঘিরে নাটোরের গুরুদাসপুর উপজেলার আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ১৮৭টি ঘরের সামনে একটি করে হাঁড়িভাঙ্গাজাতের আমের চারা রোপণ করা হয়েছে।
উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত উদ্যোগে এসব চারা রোপণ করেছেন।
আজ শনিবার উপজেলার মশিন্দা আশ্রয়ণ প্রকল্পের ২১ টি ঘরের সামনে চারা রোপণকাজের উদ্বোধন করা হয়। এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. আবু রাসেল উপস্থিত ছিলেন।
উপজেলা চেয়ারম্যান জানান, আশ্রয়ণ প্রকল্পের মানুষগুলো দুস্থ ও অসহায়। বছর শেষে যাতে করে পরিবারের সদস্যদের নিয়ে ভালোজাতের আম খেতে পারেন সেদিক বিবেচনা করে এসব চারা রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী বছর থেকেই রোপণ করা গাছে আম ধরা শুরু হবে।
বিডি প্রতিদিন/ফারজানা