সরকারকে হুঁশিয়ার করে দিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেছেন, ‘গণতন্ত্রকে অবরুদ্ধ করে দীর্ঘ সময় দেশ শাসন করা যায় না। অতীত ইতিহাস সেটিই সাক্ষ্য দেয়।’ আজ শনিবার বিকেলে নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পরও অনেক রাজনৈতিক বন্দীকে সময়মতো মুক্তি দেওয়া হয় না। অনেককে কারাফটক থেকে আটক করা হয়। সরকারের আইন-শৃঙ্খলা বাহিনীর এ ধরনের তৎপরতা দেশের আইনের শাসনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। আমরা এ ধরনের বেআইনি কর্মকাণ্ড থেকে সরকারকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’
তিনি বলেন, ‘আমরা যখন দলকে তৃণমূল পর্যায় থেকে পুনর্গঠনের মতো সাংগঠনিক কর্মসূচি নিয়ে এগুচ্ছি তখন সরকার নেতাকর্মীদের নিত্যনতুন মিথ্যা মামলায় আটক করছে। পুরনো মিথ্যা মামলায় চার্জ গঠন করে চার্জশিট দিচ্ছে।’
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, এম কে আনোয়ার, ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাদেক হোসেন খোকা, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আরাফাত রহমান কোকোসহ বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকল দলীয় নেতাকর্মীসহ সকল মানুষের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয় ।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী, ইউনুস মৃধা, মো. মোহন, মোশারফ হোসেন খোকন, আব্দুস সাত্তার, সিরাজুল ইসলাম সিরাজ, আ ন ম সাইফুল ইসলাম, হারুন উর রশিদ হারুন, লিটন মাহমুদ, এস কে সেকেন্দার কাদির, মনির হোসেন চেয়ারম্যান, সদস্য ফরিদ উদ্দিন, গোলাম হোসেন, ফারুকুল ইসলাম, আরিফুর রহমান নাদিম, আনোয়ার হোসেন বাদল, কে এম জুবায়ের এজাজ, ফরহাদ হোসেন, লতিফুল্লাহ জাফরু, মকবুল হোসেন সরদার, মোহাম্মদ আলী চায়না, আবদুল আজিজ, জামিলুর রহমান নয়ন, হাজী শহিদুল ইসলাম বাবুল, আকবর হোসেন নান্টু, শামছুল হুদা কাজল, এস এম আব্বাস, লোকমান হোসেন ফকির, জুম্মন মিয়া চেয়ারম্যান, ফজলে রুবায়েত পাপ্পু, মহিউদ্দিন চৌধুরী, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজন, ওমর নবী বাবু, আবুল খায়ের লিটন, নাসরিন রশিদ পুতুল, নাদিয়া পাঠান পাপন, হাজী নাজিম, জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, জামশেদুল আলম শ্যামল।
বিডি-প্রতিদিন/শফিক