বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো)-এর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কোরআন খতম ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বাংলাদেশ বেতার, খুলনায় অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ওজোপাডিকো'র ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার দেবনাথ। এর আগে, ওজোপাডিকো'র সকল দপ্তর ভবনে সূর্যোদয়ের সাথে কালো পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। ওজোপাডিকো’র আওতায় ২১ জেলায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে ভাসমান ও ছিন্নমূলদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এছাড়া বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান প্রকৌশলী (এনার্জি, সিস্টেম কন্ট্রোল এন্ড সার্ভিসেস) মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার দেবনাথ। আলোচনায় অংশ নেন প্রকৌশলী মো. আবু হাসান, এএনএম মোস্তাফিজুর রহমান। সঞ্চালনার দায়িত্বে ছিলেন ওজোপাডিকো ব্যবস্থাপক (প্রশাসন) মোহাম্মদ নাজমুল হুদা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত