জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। পাশাপাশি সংগঠনটি মতিঝিলের দু’টি এতিমখানা ও মাদ্রাসায় খাবার বিতরণ করেছে।
আজ রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে মতিঝিলের ফেডারেশন ভবনে এই দোয়া মাহফিলের আয়োজন করে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন। এতে দোয়া পরিচালনা করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের পেশ ইমাম মো. মিজানুর রহমান।
এই দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি আমিন হেলালী, হাবিব উল্লাহ ডন, এম. এ. রাজ্জাক খান, পরিচালক মো. আবু নাসের, হাফেজ হারুন, কে. এম. আখতারুজ্জামান, এম. জি. আর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, ড. নাদিয়া বিনতে আমীন ও ড. ফেরদৌসি বেগমসহ দেশের বিশিষ্ট ব্যবসায়ী নেতারা।
বিডি-প্রতিদিন/শফিক