বরিশাল মহানগরী বিভিন্ন মসজিদের ৬শ’ ৯০ জন ইমাম-মুয়াজ্জিনকে ভাতার অর্থ দিয়েছে সিটি করপোরেশন। সোমবার সন্ধ্যার পর নগরীর কালী বাড়ি রোডের সেরনিয়াবাত ভবন চত্ত্বরে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাতার অর্থ তুলে দেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় মহানগর ইমাম সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সিটি মেয়রের ব্যক্তিগত সহকারি মোস্তফা জামান জানান, গত মে মাস থেকে সিটি মেয়র নগরীর সকল মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেয়ার ঘোষনা দেন। একেকজন ইমামকে প্রতি মাসে ৫শ’ এবং মুয়াজ্জিনদের দেয়া হবে ৪শ’ টাকা। প্রথম কিস্তির ভাতা প্রদান করা হয়। এরপর থেকে তাদের নিজ নিজ ব্যাংক হিসেব নম্বরে চলে যাবে ভাতার অর্থ।
ভাতা প্রদান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার