'সেবাই ধর্ম, সেবাই কর্ম'-এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এক দিনে ছয় থানায় ৮ হাজার মানুষকে খাবার বিতরণ করেছেন ।
মঙ্গলবার (৩১ আগস্ট) ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে রাজধানীর শ্যামপুর, গেন্ডারিয়া, সূত্রাপুর, বংশাল, ওয়ারী ও ডেমরা থানায় পৃথক পৃথক স্থানে জাতীয় শোক দিবসের আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কামরুল হাসান রিপন।
সকাল ১১ টায় শ্যামপুর থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা, সাবেক ছাত্রনেতা আশিকের সভাপতিত্বে শ্যামপুরে, ১২ টায় গেন্ডারিয়া থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী হাসান শিশিরের সভাপতিত্বে গেন্ডারিয়া এলাকায়, ১ টায় বৃহত্তর সূত্রাপুর থানা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল কাইউম ভূঁইয়ার সভাপতিত্বে সূত্রাপুরে, বিকাল ৪ টায় ওয়ারী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল আলম সোহাগের সভাপতিত্বে ওয়ারীতে, বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭ টায় সাবেক ছাত্রনেতা ইশতিয়াক করিম ও বশির উদ্দিন সুমনের সভাপতিত্বে বংশালে পৃথক পৃথক স্থানে এবং রাত ৮ টায় বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ জাফর আহমেদ মামুনের সভাপতিত্বে ডেমরা কোনাপাড়ায় শোক দিবসের আলোচনা সভা শেষ ৮ হাজার অসহায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন কামরুল হাসান রিপন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত