বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি সরকারের অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাতেই দেশে ‘স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি’র সফল বাস্তবায়ন হয়েছে।’ আজ রবিবার সন্ধ্যায় সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘একটা দেশের অর্থনীতিকে সফল করতে একটা স্টেবল মাইক্রো ইকোনোমিক্সের প্রয়োজন আছে। সেটা তিনি (সাইফুর রহমান) করেছিলেন। ওই সময়ে ব্যাংক ও বীমা সেক্টরসহ শেয়ার মার্কেটে ডিসিপ্লিন ছিলো। সাইফুর রহমানের কৃত কাজগুলোর কথাই আজকে জোরেশোরে অর্থনীতিবিদরা বলছেন।’
বিএনপি মহাসচিব বলেন, ‘রাষ্ট্রপতি জিয়াউর রহমান মনে করেছিলেন সাইফুর রহমানকে সাথে পেলে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে একটা নিয়ম শৃংখলার মধ্যে নিয়ে এসে দেশটাকে সৃজনশীল অর্থনীতিতে পরিণত করতে সক্ষম হবেন। তিনি সেটা প্রমাণও করেছিলেন।’
‘অর্থনীতিবিদরাও আজ একথা স্বীকার করেন যে, সাইফুর রহমান সাহেবের সবচেয়ে বড় কৃতিত্ব একটা স্থিতিশীল সামষ্টিক অর্থনীতি উপহার দিয়ে গেছেন দেশকে’ বলেও এসময় উল্লেখ করেন মির্জা ফখরুল।
সাইফুর রহমান স্মৃতি পরিষদের আহ্বায়ক ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব এম কাইয়ুম চৌধুরীর পরিচালনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ডা. এজেডএম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/শফিক